#Tags Syllabus Suggestion Questions Gallery Notice LogOut

দর্শন সাজেশন


Lebel Tags

Festival (1) Philosophy (30)

Friday, October 27, 2023

নিরপেক্ষ ন্যায় অনুমান এর নিয়ম

Posted by: || Friday, October 27, 2023 ||

HS Philosophy Suggestion উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 


দ্বাদশ শ্রেণী দর্শন বিষয়ের নিরপেক্ষ ন্যায় অনুমান এর নিয়ম গুলি এক নজরে দেখে নিন।

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন পাওয়ার জন্য আমাদের এই সাইটে ভিজিট করুন ।


নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি হলো নিম্নরূপ:-

১)প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে তার বেশিও নয় কমও নয়।

*প্রধান আশ্রয় বাক্য।

*অ প্রধান আশ্রয় বাক্য।

*সিদ্ধান্ত।

*এই নিয়মটি লঙ্ঘন করলে চারিপদ ঘটিত দোষ হয়।

২)প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটি বচন থাকবে।

৩) হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে।

*এই নিয়মটি লঙ্ঘন করলে অব্যাপ্য হেতু দোষ ঘটে।

৪) যেপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেপদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না।

*এই নিয়মটি লঙ্ঘন করলে অবৈধ সাধ্য দোষ বা অবৈধ পক্ষ দোষ ঘটে।

৫)দুটি আশ্রয় বাক্য নেতিবাচক বা  না - বাচক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।

*এই নিয়মটি লঙ্ঘন করলে দুটি নং -অর্থক আশ্রয় বাক্য জনিত দোষ ঘটে।

৬) যেকোনো একটি বাক্য নেতিবাচক হলে সিদ্ধান্ত নেতিবাচক হবে।

৭)দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে।

সিদ্ধান্ত সদর্থক হলে আশ্রয় বাক্য গুলি  সদর্থক হবে।

৮) দুটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত পাওয়া যায় না।

৯) দুটি আশ্রয় বাক্যের মধ্যে কোনো একটি বাক্য বিশেষ হলে অবশ্যই সিদ্ধান্ত বিশেষ হবে।

১০) যদি  প্রধান আশ্রয় বাক্য বিশেষ হয় এবং অ প্রধান আশ্রয় বাক্য নেতিবাচক হয় তবে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।



সিদ্ধান্ত চেনার নিয়ম:-

১) সুতরাং , অতএব, তাই, তাই বলা যায়, কাজেই, কাজে কাজেই, ফলে এগুলো শব্দ যে বাক্যে থাকে  সেই বাক্যটিকে  সিদ্ধান্ত করতে হয়।

২)কারণ, কেননা,  এগুলো শব্দ যে বাক্যে থাকে তার আগের বাক্য টিকে  সিদ্ধান্ত করতে হয়।

৩) যেহেতু থাকলে সেহেতু অংশ টিকে খুঁজে বার করে সিদ্ধান্ত করতে হয়।


নিরপেক্ষ ন্যায় অনুমানের শুদ্ধমূর্তী গুলি নিম্নরূপ:

শুদ্ধমূর্তি
প্রথম সংস্থানদ্বিতীয় সংস্থানতৃতীয় সংস্থানচতুর্থ সংস্থান
BARBARACESAREDARAPTIBRAMANTI
CELARENTCAMESTRESDISAMISCAMENES
DARIIFRESTINOFELAPTONDIMARIS
FERIOBARICOBOCARDOFESAPO
FERISONFRESISON
DATISI







নিরপেক্ষ ন্যায় অনুমানের সংস্থানের আকার :-









সাধ্যপদ =P সাধ্যপদ থাকে  প্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে )

পক্ষপদ =S (পক্ষপদ থাকে অ -প্রধান আশ্রয় বাক্যে ও সিদ্ধান্তে )


হেতুপদ =M  হেতুপদ থাকে প্রধান আশ্রয় বাক্যে  ও অ -প্রধান আশ্রয় বাক্যে)











Share Post
>> >> নিরপেক্ষ ন্যায় অনুমান এর নিয়ম

https://darshansuggestion.blogspot.com

0 Comments:

Post a Comment

Write Your Comments:

Popular Posts

 


Powered By
Follow Now || Facebook || Instagram || WhatsApp || Message || E-mails || About || Disclaimer || Privacy || Print Page

All rights reserved || MYPAGE24X7 || @